করোনা নিয়ে বিজ্ঞান মঞ্চের হেদুয়া কেন্দ্রের সচেতনতা অভিযান

করোনাভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, গুজবে কান দেবেন না৷ বিজ্ঞানভিত্তিক পরামর্শ গ্রহণ করুন এবং সতর্ক থাকুন৷

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের হেদুয়া কেন্দ্রের উদ্যোগে শনিবার মানিকতলা বাজারে করোনা ভাইরাস-এর বিরুদ্ধে সচেতনতা অভিযানে এই প্রচারই করা হয়েছে৷ করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক পদক্ষেপ করার কথাই বলা হয় বাজারের এবং পথচলতি মানুষজনকে৷ তাদের হাতে বিজ্ঞান কর্মীরা প্রয়োজনীয় পরামর্শ সম্বলিত প্রচারপত্র তুলে দেন৷ এই ধরনের প্রচারপত্র নিয়ে সাধারন মানুষের গভীর আগ্রহও লক্ষ্য করা গিয়েছে৷ করোনা ভাইরাস এবং এই মুহুর্তে সাধারন মানুষের করনীয় কী, সে বিষয়ে অজস্র প্রশ্নের উত্তরও দিয়েছেন বিজ্ঞান মঞ্চের কর্মীরা৷ এই সচেতনতা- অভিযানের পুরোভাগে ছিলেন বিজ্ঞান মঞ্চের হেদুয়া কেন্দ্রের সম্পাদক সঞ্জয় ঘোষ, জেলা কমিটির সদস্য তপন প্রামানিক প্রমুখ৷

Previous articleরণক্ষেত্র দমদম জেল, গুলিতে মৃত্যু চার বন্দির, অপসারিত কর্তা
Next articleব্রেকফাস্ট স্পোর্টস