Sunday, November 9, 2025

করোনা ত্রাস ছড়িয়েছে সারা দেশে। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ৫ জনের। এই অবস্থায় রেলমন্ত্রকের এক টুইটে তৈরি হয়েছে আশঙ্কা। শনিবার টুইটে রেলমন্ত্রক জানায়, ১৩ মার্চ থেকে ১৬ মার্চের মধ্যে ১২ জন করোনা আক্রান্ত রোগী দুটি এক্সপ্রেস ট্রেনে সফর করেছেন। যাত্রীদের আপাতত এক্সপ্রেস ট্রেনে যাত্রা স্থগিত রাখার আবেদন জানিয়েছে রেলমন্ত্রক।

রেল জানিয়েছে,  ১৩ মার্চ সম্পর্কক্রান্তি এক্সপ্রেসে দিল্লি থেকে রামগুন্ডাম পর্যন্ত সফর করেছিলেন ৮ জন। অন্যদিকে,  ১৬ মার্চ গোদান এক্সপ্রেসে মুম্বই থেকে জবলপুর পর্যন্ত সফর করেছিলেন ৪ জন। শুক্রবার পরীক্ষায় এদের সকলেরই শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে।
সংশ্লিষ্ট ১২ জনের কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর নড়ে চড়ে বসেছে রেল। ওই টুইটে উল্লেখ করা হয়েছে, ‘কয়েক জন করোনা আক্রান্ত ট্রেনে সফর করেছেন, রেল তা জানতে পেরেছে। এই পরিস্থিতিতে ট্রেনে সফর করা ঝুঁকিপূর্ণ। সহযাত্রীর করোনাভাইরাস থাকলে আপনিও করোনা আক্রান্ত হতে পারেন। এই সময় এড়িয়ে চলুন। আপাতত সব যাত্রা স্থগিত রাখুন।
প্রসঙ্গত, শনিবার বেঙ্গালুরু থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে দুই সন্দেহভাজন রোগীকে নামিয়ে দেন সহযাত্রীরা। মুম্বই ও পুণে থেকে বহু ট্রেনই বিহারের উপর দিয়ে বিভিন্ন রাজ্যে যায়। ট্রেনের মাধ্যমে করোনা সংক্রমণের ঝুঁকিও রয়েছে।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version