করোনা সতর্কতা: উৎপাদন বন্ধ করল এশিয়ান পেইন্টস

করোনা সতর্কতায় লকডাউন করা হয়েছে দেশের একাধিক জেলা। বন্ধ করা হয়েছে কারখানা, ওয়ার্কশপ। সেই নির্দেশ অনুযায়ী এবার উৎপাদন ইউনিট বন্ধ করার নোটিশ দিল এশিয়ান পেইন্টস কর্তৃপক্ষ।

রঙ প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে, যেসব রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে সেখানে লকডাউন চলাকালীন বন্ধ থাকবে উৎপাদন। একইসঙ্গে যে শহরে লকডাউন ঘোষণা হয়নি সেখানেও উৎপাদন বন্ধ করেছে সংস্থা। কর্মীদের ইতিমধ্যে ওয়ার্ক ফর্ম হোমের নোটিশ দিয়েছে এশিয়ান পেইন্টস। সংস্থা জানিয়েছে, কোনও ভাবেই কর্মীদের বিপদের মুখে ঠেলে দেওয়া হবে না।

Previous articleকরোনা আতঙ্কের মাঝেই খুশির খবর দিলেন সুরেশ রায়না
Next articleআমেরিকা ফেরত পরিবার আবাসনে, বাসিন্দারা পাঠালেন কোয়ারান্টাইনে