মহারাষ্ট্র থেকে ফেরা পরিবারকে ঘিরে আতঙ্ক কোন্নগরে

ভিন রাজ্য থেকে ফেরা ব্যক্তিকে নিয়ে আতঙ্কিত কোন্নগরের বাসিন্দারা। ভিন রাজ্য থেকে ফিরলে আগে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা ও ১৪ দিন হোম আইসোলেশনের নির্দেশ দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে মহারাষ্ট্র থেকে ফিরে এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে কোন্নগর ১৫ নম্বর ওয়ার্ডের পঞ্চাননতলার এক পরিবার। স্থানীয়দের অভিযোগ, ওই পরিবারের এক সদস্য জ্বরে আক্রান্ত। কিন্তু তাঁরা স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন না। পুলিশ ও পুরসভার পক্ষ থেকে তাঁদের বলা হলেও, অগ্রাহ্য করছে ওই পরিবার। এই পরিস্থিতিতে সোমবার এলাকাবাসীর পক্ষ থেকে পুরসভায় অভিযোগ জানানো হয়।