করোনা আতঙ্কে নজিরবিহীন কাণ্ড ঘটালেন এয়ার এশিয়ার পাইলট। বিশে মার্চ এয়ার এশিয়ার একটি বিমান পুনে থেকে দিল্লি আসছিল এমন সময় খবর পাওয়া যায় ওই বিমানে এক প্যাসেঞ্জার করোনা ভাইরাসে আক্রান্ত। স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যান বাকি সব প্যাসেঞ্জার। সে ক্ষেত্রে পাইলটের ভয় পাওয়াও স্বাভাবিক। কিন্তু তার জন্য তিনি যা করলেন তা মোটেও স্বাভাবিক নয়। বিমান অবতরণের পর সাধারণ দরজা ব্যবহার না করে পাইলট সাহেব বেছে নিলেন ককপিটের সেকেন্ড এক্সিট।রীতিমতো বাইরে ঝাঁপ দিলেন তিনি। বিমান অবতরণের পর বিমানবন্দর কর্তৃপক্ষ বাকি প্যাসেঞ্জারদের ও প্রাথমিক স্ক্রিনিং করেন। যদিও তাতে প্রত্যেকেরই ফল নেগেটিভ আসে।আক্রান্ত যাত্রীকে আলাদা করে তড়িঘড়ি হাসপাতালেও পাঠানো হয়েছে বলে বিমানবন্দর সুত্রের খবর।
