ক্রিকেট ছেড়ে এখন ক্যারমে মন, সৌরভের ভিডিওতে মজলো সোশ্যাল মিডিয়া

সামনেই মেয়ের সঙ্গে নকআউট ক্যারম ম্যাচ। তাই রবিবাসরীয় অলস সন্ধ্যায় রীতিমতো ক্যারম প্র্যাকটিস করে নিলেন, বাইশ গজের মহারাজ। করোনা আতঙ্কে এখন বন্ধ বিসিসিআই থেকে ইডেন । হাতে কাজ নেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির। তাই আপাতত মেয়ে কে হারাতে ক্যারম বোর্ডেই কনসেনট্রেট করেছেন দাদা। মহারাজের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই রীতিমত ভাইরাল হয়ে যায়।