গরম বাড়বে বাতাসে স্বস্তিতে বঙ্গবাসী

মার্চের শেষের দিকে আবহাওয়া যেমন থাকার কথা এবারে মোটেও তেমনটি নেই। হাওয়ায় হিমেল স্পর্শ। আপাতভাবে এই আবহাওয়া আরামদায়ক মনে হলেও স্বস্তিতে নেই চিকিৎসক থেকে শুরু করে আম আদমি। বিশেষজ্ঞদের একাংশের দাবি গরম পড়লে হয়তো নিস্তার মিলবে এই মহামারী ভাইরাসের হাত থেকে।

শনিবার সন্ধ্যারাতে দক্ষিণবঙ্গে ঝড়ো বাতাস এবং বৃষ্টি এক ধাক্কায় উষ্ণতার পারদ নামিয়ে দিয়েছিল বেশ কিছুটা। অবশেষে আশার বাণী শোনাল আলিপুর আবহাওয়া দফতর । বৃষ্টির চোখরাঙানি এড়িয়ে রোদ ঝলমলে থাকবে গোটা সপ্তাহ এর ফলে উষ্ণতা বাড়বে।

Previous articleকেন হঠাৎ দিলীপ ঘোষের নামে ওয়েবসাইট? জেনে নিন
Next articleলক ডাউন না মানলে রাজ্যগুলিকে কড়া ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর