মধ্যরাত থেকেই দেশের অভ্যন্তরীণ বিমান পরিষেবা সম্পূর্ণ বন্ধ হতে চলেছে

করোনা মোকাবিলায় আন্তর্জাতিক বিমান পরিষেবা আগেই বন্ধ করেছে ভারত সরকার। এবার আন্তঃরাজ্য বিমান পরিষেবা বন্ধ হতে চলেছে। আজ, সোমবার রাত ১২ টার পর থেকেই দেশের অভ্যন্তরীণ বিমান পরিষেবা সম্পূর্ণ বন্ধ হতে চলেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রক। আপাতত কোনও রাজ্য থেকে অন্য কোনও রাজ্যে উড়ান চলাচল করবে না।

প্রসঙ্গত, আজই বাংলায় প্রকৃত লক ডাউন বাস্তবায়নে আন্তঃরাজ্য উড়ান স্থগিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুলনায় কম হলেও গোটা দেশের মতো পশ্চিমবঙ্গ তথা কলকাতায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছে। তার মাঝেই সোমবার বিকেলে কলকাতায় প্রথম এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। তাই বিদ্যুৎ গতিতে ধেয়ে আসা এই কোভিড-১৯ সংক্রমণ আরও ছড়িয়ে পড়া রুখতে অবিলম্বে পশ্চিমবঙ্গে অবতরণ করা সব ধরনের উড়ান স্থগিত রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবেদন জানিয়ে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই কেন্দ্রের এমন সিদ্ধান্ত প্রকাশ্যে আসা একটা ইতিবাচক দিক বলেই মনে করা হচ্ছে।

Previous articleআমেরিকা ফেরত পরিবার আবাসনে, বাসিন্দারা পাঠালেন কোয়ারান্টাইনে
Next articleজনতা কার্ফু সফল হওয়ায় রাজ্যের মানুষকে সৈনিকের মর্যাদা দিলেন রাজ্যপাল