সঙ্কট মেটাতে বিধি মেনে ব্লাড ব্যাঙ্কেই রক্তদান

করোনা সংক্রমণ রুখতে একদিকে যখন গৃহবন্দি শহর, রাজ্য তখন আর এক সঙ্কট দেখা দিয়েছে হাসপাতালগুলোতে। সেখানে মিলছে না রক্ত। কারণ, যে রক্তদান শিবির আয়োজন করা হয়, সেগুলি এই পরিস্থিতিতে করা সম্ভব হচ্ছিল না। এই সমস্যা মেটাতে এগিয়ে আসেন উত্তর কলকাতার তৃণমূলের যুব নেতা প্রিয়াঙ্ক পান্ডে। তিনি জানান, হঠাৎ করে কারও যদি প্রয়োজন হয়, তাহলে এই পরিস্থিতিতে রক্ত জোগাড় করা খুব সমস্যার। কারণ, সরকারি নির্দেশ মেনে মঙ্গলবার মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে রক্তদান শিবিরের আয়োজন করেন তাঁরা। প্রথমে ব্লাড ব্যাংক এর তরফ থেকে জানানো হয়, কর্মী কম থাকার কারণে তাদের পক্ষে সামান্য অসুবিধা দেখা দিয়েছে। এর পাশাপাশি লকডাউনের ফলে রক্তদাতাদের ব্লাড ব্যাঙ্কে যেতেও সমস্যা দেখা যায়। তখন যুব তৃণমূল গাড়ির বন্দোবস্ত করে ভাগে ভাগে অল্প সংখ্যক রক্তদাতা ব্লাড ব্যাংকে নিয়ে গিয়ে শিবিরের আয়োজন করে।

বিধি মেনে এক মিটার করে দূরত্বে শয্যা পাতা হয়। তাছাড়া মাস্ক, গ্লাভস, পোশাক সবকিছুই নির্ধারিত ছিল। একজন রক্তদাতা রক্ত দিয়ে চলে যাওয়ার পরে সেই শয্যাটিকে আবার স্যানিটাইজ করে তারপর আর একজন রক্তদাতাকে সেখানে শোয়ানো হয়। মাইক বাজিয়ে প্রচারও করা হয়নি। মঙ্গলবারই নয় আগামী বেশ কয়েকদিন ধরে দফায় দফায় রক্তদাতাদের নিয়ে গিয়ে ব্লাড ব্যাঙ্কে রক্তদানের ব্যবস্থা করা হবে বলে জানান প্রিয়াঙ্ক পান্ডে। তিনি বলেন, 100 থেকে দেড়শো জন রক্তদান করবে বলে আশা তাঁদের।

Previous articleআজ রাত থেকে 21 দিন লকডাউন: প্রধানমন্ত্রী মোদি
Next articleসুপ্রিম কোর্টে পরীক্ষামূলকভাবে ভিডিও কনফারেন্সিংয়ে শুনানি শুরু হলো