ভারতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। এরই মধ্যে আশার কথা শোনালেন হু-র কর্তা মাইকেল জে রায়ান। তিনি বলেন, মহামারী মোকাবিলার মতো ক্ষমতা আছে ভারতের। আগে স্মল পক্স ও পোলিও মহামারী মোকাবিলা করেছে ভারত। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই কোভিড-১৯ সংক্রমণ রোখা সম্ভব।

করোনাভাইরাস সংক্রমণ কবে নিয়ন্ত্রণে আনা যাবে তা অবশ্য এখনও স্পষ্ট নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত করোনাভাইরাসে পৃথিবীতে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৭২ হাজার ৫৫৭ জন। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ১ হাজার ৩৭১ জন।
রায়ান বলেন, “কোভিড ১৯ রোগীর সংখ্যা বাড়ছে। ভারত খুবই জনবহুল দেশ। এর আগে দু’টি মহামারির মোকাবিলা করেছে। এই পরিস্থিতির মোকাবিলা করার মতো যথেষ্ট ক্ষমতা ভারতের আছে।” রোগ পরীক্ষার জন্য ল্যাবরেটরি সংখ্যা বাড়ানো উচিত বলে মনে করেন রায়ান।
