গোটা বিশ্বে তান্ডব চালাচ্ছে মারণ রোগ করোনা। পাকিস্তানের অবস্থাও রীতিমতন ভয়াবহ। সোমবার রাত পর্যন্ত পাওয়া খবরে পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা ৭২৪। সংখ্যার নিরিখে যা ভারতের দ্বিগুণ। তা সত্ত্বেও কোন হেলদোল নেই পাক প্রধানমন্ত্রী ইমরান খানের। লকডাউনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন ইমরান।করোনা রুখতে আপাতত সব দেশই বৈদেশিক বাণিজ্য বন্ধ রেখেছে, আর তাতেই বেজায় সমস্যায় পড়েছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রীর বক্তব্য, করোনাভাইরাস রুখতে যদি এই মুহূর্তে দেশের লকডাউন করা হয়, তাহলে দেশের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়বে। যা সামাল দেওয়া পাকিস্তানের পক্ষে সম্ভব হবে না। পাক রাজনৈতিক মহলের একাংশের দাবি ভাইরাসের তাণ্ডব রুখতে যখন লকডাউন সবথেকে ভালো পথ, তখন সে পথ বেছে না নিয়ে ইমরান গোটা দেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।
মানুষের জীবনের থেকে অর্থনীতি প্রধান হয়ে দাঁড়ালো, তাই লকডাউন হচ্ছে না
Date:
Share post:
