সুচিত্রা সেনকে সামনে রেখে ঘরবন্দি থাকার প্রচার

সোশ্যাল মিডিয়ায় উদ্ভাবনী শক্তি অঢেল।
এবার সুচিত্রা সেনের ছবি ঘুরছে। লেখা- ইনি তিরিশ বছর ঘরবন্দি থাকতে পারলে আমরা মাত্র একুশ দিন পারব না?
পক্ষে বিপক্ষে নানা মন্তব্য।
কেউ বলছেন, তুলনা চলে না। উনি স্বচ্ছল পরিবারের। সব কাজ করে দেওয়ার লোক ছিল।
কেউ বলছেন, ওঁরটা আরও কঠিন ছিল, কারণ যা করেছেন স্বেচ্ছায়। আমরা তো চাপের মুখে ঘরে থাকতে বাধ্য।