বাজারে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, কোথাও কোথাও দাম আকাশছোঁয়া

সোমবার সকাল থেকেই কলকাতা এবং শহরতলির বিভিন্ন বাজারে ক্রেতাদের ভিড়। আগামী দিনে বিকিকিনি বন্ধ নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়লেও, দিনের শুরুতে ক্রেতা সমাগম দেখে মুখে হাসি বিক্রেতাদেরও।
বাজারমুখো হয়েছেন সাধারণ মানুষজন। দক্ষিণে লেক মার্কেট, উত্তরে মানিকতলা বাজারে সবজি, মাছ মাংস কেনার জন্য কার্যত লাইন দিতে হল ক্রেতাদের।
আগামী কয়েকদিনের রসদ মজুত করার জন্য জেলাগুলির বাজারেও ভিড় । পাল্লা দিয়ে অনেক জায়গাতেই বেড়েছে দাম ।

দেখে নিন এক নজরে ।
কলেজস্ট্রিট বাজার
আলু ২২/- kg
পটল ৮০/- kg
পেঁয়াজ ২৮/- kg
ডিম ৫/-(পিস)
মুরগি ১৫০/- kg
চিনি ৪৫/- kg
চাল ৪৫/- kg
আটা ২৮/- kg
ঝিঙে ৪০/- kg
টম্যাটো ৪০/- kg
কড়াইশুঁটি ১০০/- kg
আদা ১২০/- kg
রসুন ১৮০/- kg
তেলের দামের ঠিক নেই।
পাউরুটি আসছে না।
বিস্কুটের যোগান কম।
দুধের দোকানে খুচরো সমস্যায় জেরবার সাধারণ মানুষ ।

Previous articleসকালে বহু জায়গায় বাজারে ভিড়
Next articleকরোনা আক্রান্ত মৃত্যুপথযাত্রী ডাক্তার কী বলে গেলেন?