ভিন রাজ্যে আটকে বাংলার দিনমজুররা, ফিরিয়ে আনার আর্জি

ভিন রাজ্যে দিনমজুরের কাজ করেন তারা। কেউ বা করেন ফেরী। দেশজুড়ে লকডাউনের কারণে কেরালা এবং ঝাড়খন্ডে আটকে রয়েছেন পশ্চিমবঙ্গের কয়েকশো বাসিন্দা। ভিডিও বার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের আবেদন, “আমাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করুন”। ইতিমধ্যেই ওই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মুর্শিদাবাদের ঔরঙ্গবাদের বাসিন্দা কেরালায় কাজ করেন। ভিডিও বার্তায় তাঁরা জানাচ্ছেন, দেশ জুড়ে লকডাউনের কারণে কাজ নেই। ফলে হাতে টাকাও নেই। দোকান বন্ধ। পাচ্ছেন না খাবারও। এমনকী সাবধানতা অবলম্বনের জন্য মাস্কও মিলছে না। তাদের কাতর আর্জি “এই অবস্থায় ফিরিয়ে আনার ব্যবস্থা করুন মুখ্যমন্ত্রী।”
অন্যদিকে, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ও সামশেরগঞ্জ এলাকার বাসিন্দা ঝাড়খন্ডে ফেরী করতে গিয়ে আটকে গিয়েছেন। খাবার কেনার মতো টাকা পয়সা নেই বলে ভিডিও তে জানান তারা। এই অবস্থায় বাড়ি ফিরতে চান তারা। সেই ছবিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।