Tuesday, August 26, 2025

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

Date:

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে খবর। আওয়াজ পেয়ে পুলিশের (Police) খবর দেন এলাকায় বাসিন্দারা। পুলিশ গিয়ে পৌঁছনোর আগেই তরুণীর মৃত্যু হয় বলে খবর। ছাত্রীটি (College Student) আগে হালিশহরে থাকতেন। ইদানীং এই অঞ্চলে বসবাস করছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আততায়ী যুবক তরুণীর পূর্বপরিচিত বলে প্রাথমিক তদন্তে অনুমান।

মৃত তরুণীর নাম ইশিতা মল্লিক। তিনি এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। পুলিশ সূত্রে খবর, প্রেমঘটিত কারণেই এই হত্যাকাণ্ড। কাঁচরাপাড়ার বাসিন্দা বছর ২৩-২৪-এর দেবরাজ সিং-এর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন ইশিতা। সেই আক্রোশেই তরুণীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে বলে খবর। ইশিতার মা ও ভাই ঘটনার সময় বাড়িতেই ছিলেন। মায়ের জানান, দুপুরে একটি শব্দ পেয়ে তিনি ঘরের দিকে ছুটে যান। দেখেন ওই তরুণ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ঘর থেকে ছুটে পালাচ্ছেন। এর পরেই ঘরে গিয়ে মেয়ের রক্তাক্ত দেহ দেখতে পান। মৃতার দাদু জানান, ওই যুবকের বাড়ি উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায়।

স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণনগরে আসার আগে ওই ছাত্রী কাঁচরাপাড়াতেই থাকতেন। ফলে ওই যুবক ছাত্রীর পূর্ব পরিচিত বলেই অনুমান। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার কে অমরনাথ জানান, “মেয়েটির শরীরে দু’টি গুলির আঘাতের চিহ্ন রয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।“ আততায়ী যুবককে ধরতে আশেপাশের থানাগুলিকেও সতর্ক করে পুলিশ৷ শুরু হয় নাকা তল্লাশিও। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দেবরাজকে আটক করা হয়েছে। সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই শ্যুটআউট কি না, খতিয়ে দেখছে পুলিশ৷

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version