লকডাউনের মধ্যেই ফুটপাথবাসী ভিক্ষুকরাও অনুদান দিচ্ছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে!

ওদের চাল নেই, চুলো নেই। বর্ষায় ছাতা নেই, শীতে কাঁথা নেই। নেই রাজ্যের বাসিন্দা হয়েও আজ করোনা মোকাবিলায় সকলের সঙ্গে ওরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চায়। যে যুদ্ধে মুখ্যমন্ত্রী সামনে থেকে নেতৃত্বে দিচ্ছেন, তার শরিক হতে চায়।

ওরা আর কেউ নয়। খোলা আকাশের নিচে থাকা ফুটপাথের বাসিন্দা। যাদের আমরা ভিখারি বলি। সহায়-সম্বলহীনদের একটা মাথার ছাদের ব্যবস্থা করেছেন এক সমাজসেবী । থাকা খাওয়া সঙ্গে সাবান সানিটাইজেসন সব।

সেখান থেকেই মুখ্যমন্ত্রীর আবেদনের কথা লোকমুখে পৌঁছে গেছে তাদের কাছেও। অদ্ভুত। অবাক করা ঘটনা। একে একে সকলের ফাটা পুঁটলি, ছেড়া বস্তা থেকে ২০০ টাকা বেরিয়ে এসেছে।

“উনি এত করছেন। উনি এভাবে বলছেন। যতটুক পারি দেবো। না দিলে শান্তি পাবো না”। লক্ষ্মী অধিকারি, মনিকা নাথ, বীণাপাণি দাস, বেলা নাথ, মনি দাস সবার মুখে এক কথা। উদ্যোক্তা সমাজসেবী রবিবাবু বলছেন এ এক অপূর্ব অভিজ্ঞতা।