রাজ্যে এবার পরোক্ষে করোনার বলি এক। ভিন রাজ্যে কাজ করা এক যুবক বাড়ি ফিরলে, তাঁকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়। আর সেই নির্দেশ পাওয়ার পর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় সে। আজ, বৃহস্পতিবার ঘটনাটি ঘটে কৃষ্ণনগর কোতোয়ালি থানার দোগাছি বকুলতলা এলাকায়। মৃতের নাম সুজিত বিশ্বাস (৩০)।

জানা গিয়েছে, বাড়িতে ফেরার পরই জ্বরে আক্রান্ত হয় সুজিত। খবর পেয়ে স্বাস্থ্য দফতরের কর্মীরা বাড়িতে গিয়ে তাঁকে পরীক্ষা করেন। ১৪ দিন হোম আইসোলেশনে থাকার পরামর্শও দেন। স্বাস্থ্যকর্মীরা চলে যাওয়ার পর সুজিত গলায় দড়ি দেন বলে অভিযোগ।

পুলিশ এসে দেহটি উদ্ধার করেছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, করোনা আতঙ্কে ওই যুবক গলায় দড়ি দিয়েছেন।
