আন্তর্জাতিক বিমান বাতিলের মেয়াদ ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ালো ঢাকা

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে    বাংলাদেশ বিমানের যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের মেয়াদ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হল। তবে জেদ্দা, মদিনা, রিয়াদ, দাম্মাম, কুয়েত, দোহা, মাস্কাট এবং ব্যাঙ্কক রুটের ফ্লাইট ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া দুবাই ৯ এপ্রিল, আবুধাবি ৭ এপ্রিল, কাঠমান্ডু ১২ এপ্রিল, কলকাতা ও দিল্লি ১৫ এপ্রিল, মালয়েশিয়া ১৪ এপ্রিল ও সিঙ্গাপুরে ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।
বাংলাদেশ বিমান সূত্রে জানানো হয়েছে, বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক রুটের শিডিউল ফ্লাইট আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে । তবে এই সময় ঢাকা লন্ডন সিলেট ঢাকা ও ঢাকা ম্যানচেস্টার সিলেট ঢাকা রুটের বিমান চলাচল করবে।
বিমান সূত্র জানিয়েছে, জেদ্দা, মদিনা, রিয়াদ, দাম্মাম, কুয়েত, দোহা, মাস্কাট এবং ব্যাঙ্কক রুটের ফ্লাইট ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া দুবাই ৯ এপ্রিল, আবুধাবি ৭ এপ্রিল, কাঠমান্ডু ১২ এপ্রিল, কলকাতা দিল্লি ১৫ এপ্রিল, মালয়েশিয়া ১৪ এপ্রিল ও সিঙ্গাপুরে ১১ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট বন্ধ থাকবে।

Previous articleবাড়ি বাড়ি রেশন পৌঁছে দেবে অন্ধ্রপ্রদেশ সরকার
Next articleকরোনা মোকাবিলায় ৫০ লক্ষ টাকার চাল দান করলেন সৌরভ