চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচ থেকেই ইতালিতে ছড়িয়েছে করোনা

চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচ থেকেই ইতালিতে ছড়িয়ে পড়ে করোনা৷ করোনা ভাইরাসে চিনের পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইতালি। ইতালিতে এই মারণ ছড়িয়ে পড়ার জন্য এবার কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচকে। ওই ‘অভিযুক্ত’ ম্যাচটি হয়েছিল ১৯ ফেব্রুয়ারি সান সিরোতে।
চিনের উহানের আগে ইতালির লুম্বার্ডিতে ছড়িয়ে পড়তে শুরু করেছিল মারণ ভাইরাস করোনা, এমনই দাবি তুলেছেন একদল চিকিৎসক। এই দেশে প্রথম কোভিড-১৯ আক্রান্তের হদিশ মেলে ২১ ফেব্রুয়ারি। ঠিক তার দু’দিন আগেই সান সিরোতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল স্পেনের ক্লাব ভ্যালেন্সিয়া এবং ইতালির ক্লাব আটলান্টা। আর সেই ম্যাচ দেখতে কয়েক হাজার মানুষ ভিড় করেন৷ তার পরেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে থাকে ইতালি জুড়ে।

Previous articleকরোনার স্থায়িত্ব কম, বলছেন বাঙালি গবেষক শরিফ হাসান
Next articleলকডাউন উপেক্ষা করে মাছ ধরতে গিয়ে সোজা কুমিরের পেটে! কোথায় জানেন?