ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা দান এক বৃহন্নলার

তাঁদের সমাজে অন্য চোখে দেখে। সমাজে আর পাঁচটা মানুষের মতো সাধারণ তকমাটা নেই। কিন্তু আছে মনুষ্যত্ব, দয়া-মায়া ও মানবিক বোধ। তারই উদাহরণ সিঙ্গুরের এক বৃহন্নলা পাখি সাউ। নিজের ক্ষুধা নিবৃত্তি হয় ভিক্ষা করে। কিন্তু তাও করোনার জেরে লকডাউন পরিস্থিতিতে গৃহবন্দি দরিদ্র, পীড়িত মানুষের পাশে থাকছেন পাখি। এক লক্ষ টাকা তিনি দান করেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। এই এক লক্ষ টাকার চেক সিঙ্গুর অ্যাক্সিস ব্যাংকের ম্যানেজারের হাতে তুলে দেন তিনি।

Previous articleলকডাউনের মধ্যেই অগ্নিকাণ্ড শিলিগুড়িতে
Next articleউত্তরবঙ্গেও করোনা চিকিৎসার পরিকাঠামো প্রস্তুত