২৩ মার্চ থেকে ভারত-বাংলাদেশ সীমান্তে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় কয়েক হাজার ট্রাকচালক ও খালাসি নিদারুণ সমস্যায় পড়েছেন। টানা লকডাউনের জেরে প্রায় হাজার দুয়েক ট্রাক আটকে পড়েছে ঘোজাডাঙা সীমান্ত এলাকায়। চরম সমস্যায় পড়েছেন এইসব ট্রাকের ড্রাইভার-খালাসিরা। প্রায় অর্ধাহারে দিন কাটছে তাঁদের। টাকা ও রসদও ফুরিয়ে আসছে। এই সংকটের দিনগুলোয় তাঁর প্রশাসনের সাহায্যপ্রার্থী। তাঁদের আশঙ্কা, প্রশাসন এখনই খাবার ও রসদ দিয়ে সাহায্য না করলে কার্যত না খেয়েই কাটাতে হবে আগামী দিনগুলোয়। সীমান্তে আটকে থাকা অসংখ্য ট্রাক চালক ও খালাসিরা তাই খাবার চেয়ে প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছেন।
