৮০০ কোটি টাকার মালিক ধোনির দান এক লক্ষ টাকা, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড মাহি

শুরুটা হয়েছিল চিনে। সেখান থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে বিশ্বের ২০০ টি দেশে। বিশ্বজুড়ে দেখা দিয়েছে হাহাকার ।বিভিন্ন অভিনেতা, খেলোয়াড় এ সময় সাধারণ মানুষের পাশে নিজের সামর্থ মতো দান নিয়ে এগিয়ে এসেছেন। তালিকাটা নিতান্ত ছোট নয়। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, মেসি, রজার ফেডেরার, শাহিদ আফ্রিদি, এমনকি বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় ও এই যুদ্ধে নিজেকে সামিল করেছেন পিছিয়ে রইলেন না ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। তিনি পুনের একটি সংস্থা কে সরাসরি এক লাখ টাকা দান করেছেন এইসব আক্রান্ত মানুষগুলোকে সাহায্য করার জন্য। আর তার জন্যই ট্রোল হয়েছেন মাহি । ট্রোলারদের বক্তব্য, বর্তমানে মাহির সম্পত্তির পরিমাণ যেখানে ৮০০ কোটি টাকার বেশি সেখানে মাত্র ১ লক্ষ টাকা দান, ধোনির মনোভাব স্পষ্ট করছে। সোশ্যাল মিডিয়ায় ট্রোল হওয়ায় স্বভাবতই ক্ষুব্ধ মাহি পত্নী সাক্ষী। একটি টুইট করে তিনি ট্রোলার এবং মিডিয়াকে একহাত নিলেন। টুইটে সাক্ষী জানিয়েছেন মিডিয়া এবং ট্রোলারদের ভূমিকায় তিনি হতাশ।

Previous articleঘোজাডাঙা সীমান্তে আটকে ট্রাকের সারি, খাবারের জন্য চালক-খালাসিরা প্রশাসনের সাহায্যপ্রার্থী
Next articleকরোনা আতঙ্কেও উৎপাদন শুরু হুগলির বিস্কুট কারখানায়