ঘোজাডাঙা সীমান্তে আটকে ট্রাকের সারি, খাবারের জন্য চালক-খালাসিরা প্রশাসনের সাহায্যপ্রার্থী

২৩ মার্চ থেকে ভারত-বাংলাদেশ সীমান্তে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় কয়েক হাজার ট্রাকচালক ও খালাসি নিদারুণ সমস্যায় পড়েছেন। টানা লকডাউনের জেরে প্রায় হাজার দুয়েক ট্রাক আটকে পড়েছে ঘোজাডাঙা সীমান্ত এলাকায়। চরম সমস্যায় পড়েছেন এইসব ট্রাকের ড্রাইভার-খালাসিরা। প্রায় অর্ধাহারে দিন কাটছে তাঁদের। টাকা ও রসদও ফুরিয়ে আসছে। এই সংকটের দিনগুলোয় তাঁর প্রশাসনের সাহায্যপ্রার্থী। তাঁদের আশঙ্কা, প্রশাসন এখনই খাবার ও রসদ দিয়ে সাহায্য না করলে কার্যত না খেয়েই কাটাতে হবে আগামী দিনগুলোয়। সীমান্তে আটকে থাকা অসংখ্য ট্রাক চালক ও খালাসিরা তাই খাবার চেয়ে প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছেন।

Previous articleভাইরাস ছড়িয়ে দেওয়ার বার্তা ফেসবুকে পোস্ট করে গ্রেফতার বেঙ্গালুরুর ইনফোসিস কর্মী
Next article৮০০ কোটি টাকার মালিক ধোনির দান এক লক্ষ টাকা, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড মাহি