Wednesday, August 20, 2025

লকডাউনে মুম্বইয়ে আটকে শান্তিপুরের পরিবার, বাড়ি ফেরানোর আর্জি সরকারকে

Date:

ক্যানসারে আক্রান্ত মা। প্রস্টেটের সমস্যায় অসুস্থ বাবার চিকিৎসা করাতে মুম্বই গিয়েছিলেন মেয়ে। তখনও থাবা বসাতে পারেনি করোনা। সেটা ছিল ৭ মার্চ। দিন কয়েক আগে দেশ জুড়ে শুরু হয় লকডাউন। তাতেই মুম্বইয়ে আটকে পড়েন পরিবারের ৪ সদস্য।

শনিবার সংবাদমাধ্যমের দ্বারস্থ হন রাধিকা দেবনাথ। মুম্বই থেকে ফোনে তিনি জানান, গত ৭ মার্চ তিনি মা গীতা দেবনাথকে নিয়ে হাওড়া থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা হন। মুম্বই পৌঁছে তিনি জানতে পারেন, বাবার অসুস্থতা বেড়েছে। তৎকাল টিকিট কেটে রাধিকার খুড়তুতো ভাই নয়ন দেবনাথ ১৫ মার্চ ধ্রুব দেবনাথকে সঙ্গে নিয়ে মুম্বই পৌঁছান। একই সঙ্গে দু’জনের চিকিৎসা চলতে থাকে মুম্বইয়ে। আপাতত সুস্থ দুজনেই। তবে হোটেল ভাড়া খরচ সামলাতে নাজেহাল অবস্থা তাদের। রাধিকা বলেন, ” ২৪ মার্চ ট্রেনে বাড়ি ফেরার কথা ছিল। হাতে যা টাকা ছিল তা ফুরিয়ে আসছে। সরকার বাড়ি ফেরার ব্যবস্থা করলে খুব উপকার হয়। ”

বছর ২৯-র মেয়ের উপরে ভরসা করেই সুদূর মুম্বইয়ে গিয়েছিলেন শান্তিপুরের বাইগাছি পাড়ার বাসিন্দা গীতা দেবনাথ এবং তাঁর স্বামী ধ্রুব দেবনাথ। ৪ বছর আগে লিভার ক্যানসার ধরা পড়ে গীতা দেবনাথের। ওই একই সময়ে প্রস্টেটের সমস্যা শুরু হয় তাঁর স্বামীরও।

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version