করোনাযুদ্ধের কঠিন পরিস্থিতিতে নিজেদের বিরাট ক্যাম্পাসে জরুরি ভিত্তিতে হাসপাতাল করার প্রস্তাব দেওয়ায় সারা দেশ ও বিশ্বে প্রশংসিত হচ্ছে কলকাতার অ্যাডামাস বিশ্ববিদ্যালয়।

পূর্ব ভারতের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে পুরস্কৃত এই প্রতিষ্ঠানের ক্যাম্পাস ও পরিকাঠামো এতটাই বড় যে এখানে সব দিক সুরক্ষিত রেখেও 1000 বেডের হাসপাতাল করা সম্ভব। থাকতে পারেন 600 নার্স ও পরিবারসহ 30 চিকিৎসক।

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 10 লাখ টাকা দেওয়ার পাশাপাশি ক্যাম্পাসে জরুরি অস্থায়ী হাসপাতালের প্রস্তাবও দিয়েছেন আচার্য শমিত রায়।
আর এই ঘোষণা ব্যাপক সাড়া ফেলেছে সর্বত্র। জাতীয়স্তরের সংবাদমাধ্যমগুলি খবরটির ব্যাপক প্রচার করেছে। বাংলার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় যে এইভাবে সরকারের পাশে দাঁড়াতে এগিয়ে আসতে পারে, তা অভাবনীয় বলে অভিহিত করেছে তারা।

সূত্রের খবর, বারাসতের নীলগঞ্জ রোডের এই ক্যাম্পাস এতটাই বড়, যে পঠনপাঠন এবং ছাত্রছাত্রী অধ্যাপকদের সুরক্ষা অটুট রেখেই একপাশে বিরাট হাসপাতালের কাজ করার মত পরিকাঠামো প্রস্তুত আছে। রাজ্য সরকার প্রয়োজন হলেই এটি ব্যবহার করতে পারবে।