লকডাউনের প্রথম রবিবার নিষেধাজ্ঞা উপেক্ষা করে, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার চলছে পাইকারি, খুচরো আড়ত ও বাজার। বারাকপুর শিল্পাঞ্চলের অধিকাংশ বাজারে লকডাউনের ছাপ থাকলেও, ভাটপাড়া থানার পানপুর সবজির আড়ত ও মাছের বাজার চলছে রমরমিয়ে। লকডাউনের প্রকোপে অধিকাংশ বাজার বন্ধ। কিন্তু অভিযোগ, প্রশাসনের একাংশের সঙ্গে সমঝোতা করেই চলছে পানপুর সবজির বাজার। সুযোগ বুঝে সবজির দাম চড়া রেখেছেন ব্যবসায়ীরা।
