করোনাভাইরাস ঠেকাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঠন করেছেন ত্রাণ তহবিল৷ যেখানে প্রায় প্রতিদিনই জমা পড়ছে অনুদান। মুখ্যমন্ত্রী এই তহবিলে দান করতে রাজ্যবাসীকে অনুরোধ করেছেন৷ মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে তহবিলে ১০ লক্ষ টাকা অনুদান দিল পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। সংস্থার তরফে সুধাংশুশেখর দে এবং ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন, “মুখ্যমন্ত্রীর নিরবিচ্ছিন্ন লড়াই-ই আমাদের ভরসা। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড-এর পক্ষ থেকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য আপৎকালীন ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা দান করলাম। আশা করি, আমরা খুব দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে উঠবই”
