Saturday, August 23, 2025

প্রায় ২ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে করোনাভাইরাসের জটিল সংক্রমণে। সম্ভাবনার এই পরিসংখ্যানটা নিঃসন্দেহে চমকে দেওয়ার মত। একইসঙ্গে গভীর উদ্বেগের। করোনাভাইরাসের সংক্রমণ জটিল চেহারা নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রথমদিকে সেভাবে গুরুত্ব না দিলেও এখন নড়েচড়ে বসেছে ট্রাম্প প্রশাসন। বিশেষজ্ঞদের কাছে চরম আশঙ্কার পূর্বাভাস পেয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩০ এপ্রিল পর্যন্ত সোশ্যাল ডিসট্যান্সিংয়ের গাইডলাইন পুরোপুরি মেনে চলার নির্দেশ জারি করেছেন। নিউইয়র্ক, নিউজার্সি ও কনেটিকাটের বাসিন্দাদের যুক্তরাষ্ট্রের অন্য প্রদেশে যেতে নিষেধ করা হয়েছে। এর আগে ১২ এপ্রিল নিষেধাজ্ঞা শিথিল করার কথা জানালেও করোনা-পূর্বাভাস পেয়ে তা নিয়ে আর উচ্চবাচ্য করছেন না ট্রাম্প। এপর্যন্ত আমেরিকায় করোনা-আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ২০০। মৃত্যু সংখ্যা ২৪৮৪। সুস্থ হয়েছেন ৪৫৫৯। করোনা টেস্ট হয়েছে ৮ লক্ষ ৯৪ হাজার মানুষের।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের ডিরেক্টর ড. অ্যান্টনি এস ফুসি ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠকে ভবিষ্যৎ আশঙ্কার চিত্র তুলে ধরেছেন। তাঁর বক্তব্য, যে গাণিতিক মডেল মেনে রোগ সংক্রমণের হার বিচার করা হয় সেই মডেল অনুযায়ী, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই দু’ লক্ষ মানুষের প্রাণ যেতে পারে করোনার আক্রমণে। ভাইরাসের সংক্রমণ আমেরিকার সব জায়গাতেই ছড়ানোর আশঙ্কা করেছেন তিনি। ফুসির বক্তব্যের সঙ্গে একমত হোয়াইট হাউসের করোনা টাস্ক ফোর্সের কো-অর্ডিনেটর ড. ডিএল বার্কসও। এই অভূতপূর্ব স্বাস্থ্যসংকটের মোকাবিলায় তাঁরা প্রয়োজনীয় সুপারিশ করেছেন প্রশাসনের কাছে।

 

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version