Sunday, August 24, 2025

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। লড়াই ঘিরে যে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে বাংলার দল হিসাবে ডায়মন্ডহারবার এফসিকে(DHFC) নিয়েই এখন সকলে আশায় বুক বাঁধতে শুরু করেছে। কিবুর দলই যে এখন বাংলার একমাত্র আশা।

ইস্টবেঙ্গলকে(Eastbengal) হারিয়ে ডুরান্ড কাপের(Dirand Cup) ফাইনালে উঠেছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। এবারই তারা এই প্রতিযোগিতায় অভিষেক করেছে। আর সেখানেই চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি তাদের সামনে। ডায়মন্ডহারবার চ্যাম্পিয়ন হলে তৈরি হবে ইতিহাস। ডুরান্ডের ইতিহাসে অভিষেকেই চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড বিরল বললেই চলে। সেই ইতিহাস গড়ার লক্ষ্যেই এবার ডায়মন্ডহারবার এফসি।

তবে প্রতিপক্ষ যে অত্যন্ত কঠিন তা ভালোভাবেই জানেন কিবু ভিকুনা। সেভাবেই নিজের দলকে প্রস্তুত করেছেন তিনি। প্রতিপক্ষ শিবিরে রয়েছেন আলাদিন আজারে। তাঁকে আটকানোর বিশেষ ছক যে কিবুর ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না। এখন শুধুই মাঠে নামার অপেক্ষা।

প্রতিপক্ষ শিবির আক্রমণে বারবার ঝড় তুললেও, তাদের রক্ষণে বেশ কিছু জায়গায় দুর্বলতা রয়েছে। সেভাবেই মেনেনজেস, জবি জাস্টিনরা নিজেদের প্রস্তুত করছেন। ঘরের মাঠে নামবে ডায়মনন্ডহারবার এফসি। সেই সুযোগটাও কাজে লাগাতে চাইছে তারা।

কোথায় দেখা যাবে ডুরান্ড ফাইনাল

টেলিভিশন সম্প্রচার – সনি টেন

অনলাইন সম্প্রচার – সনি লিভ

ম্যাচ ভেন্যু

যুবভারতী স্টেডিয়াম

ম্যাচের সময়

ম্যাচের সময় – বিকেল ৫.৩০

Related articles

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...
Exit mobile version