করোনা মোকাবিলায় ৫০০কোটি টাকা দান আম্বানির

টাটা গ্রুপের পর এবার আম্বানিও। করোনাভাইরাস রুখতে বিপুল আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে এল দেশের তথা এশিয়ার সবচেয়ে ধনী পরিবার।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘পিএমকেয়ার্স’ ফান্ডে ৫০০ কোটি টাকা দিল মুকেশ আম্বানির সংস্থা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং রিলায়্যান্স ফাউন্ডেশন।
তার সঙ্গে মহারাষ্ট্র ও গুজরাট সরকারকেও ৫ কোটি টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মুকেশ পত্নী নীতা আম্বানি আশা প্রকশ করেছেন যে করোনার বিরুদ্ধে ভারতের লড়াই সফল হবে। করোনার যুদ্ধে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ভূয়সী প্রশংসা এদিন উঠে আসে নীতা আম্বানির তরফে। তিনি জানান, এমন সংকটের পরিস্থিতিতে তাঁদের ফাউন্ডেশনের খাদ্য বিতরণের যে কর্মসূচি তা দেশকে করোনার যুদ্ধ জিততে সফল করবে।
করোনা ভাইরাস থেকে বাঁচতে আম্বানি গোষ্ঠী হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও অন্যান্য সরঞ্জাম দিয়ে সাহায্য করছেন বিভিন্ন পরিবারকে।

Previous articleলকডাউন: দুঃস্থদের রেঁধে খাওয়ালেন অধীর চৌধুরী
Next articleঘুম ছুটেছে সরকারের, নিজামুদ্দিনের ঘটনায় করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে