লকডাউনে মানবিকতার নজির গড়ল সিঙ্গুর থানা

গত কয়েকদিন ধরে লকডাউন চলছে দেশজুড়ে। বন্ধ ট্রেন চলাচল। কোনও কোনও ক্ষেত্রে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। এই অবস্থায় মানবিকতার নজির গড়লেন সিঙ্গুর থানার অফিসার ইনচার্জ সুদীপ্ত সাধুঁখা।

কিডনির সমস্যায় আক্রান্ত সিঙ্গুর থানার বাসুবাটি এলাকার বাসিন্দা জামিনিরঞ্জন দাস। তাঁর ডায়ালিসিস চলছে কলকাতায় এক হাসপাতালে। সিঙ্গুর থানার শরণাপন্ন হয় জামিনিরঞ্জন দাসের পরিবার। বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয় সিঙ্গুর থানার পক্ষ থেকে। তাঁকে হাওড়া হাসপাতালে নিয়ে গিয়ে ডায়ালিসিস করানো হয়। অন্যদিকে, নালিকুলের বাসিন্দা প্রশান্ত পাল ডায়ালিসিস করাতে যান হাওড়া হাসপাতালে। লকডাউনের জেরে আটদিন ধরে আটকে ছিলেন সেখানেই। এদিন সেই পরিবারকেও বাড়ি ফেরানো হয় সিঙ্গুর থানার উদ্যোগে। পুলিশের উদ্যোগে খুশি সিঙ্গুরের দুই পরিবার। ওই দুই পরিবারের আর্জি, পরের সপ্তাহে যেন থানার ওসি পুনরায় ডায়ালিসিসে পাঠানোর ব্যবস্থা করেন।

Previous article“শরীর স্বাস্থ্য বজায় রাখুন,” টুইটারে নিজের ভিডিও পোস্ট মোদির
Next articleকরোনা সন্দেহভাজন মহিলার মৃত্যু, হাওড়ার হাসপাতালে সুপারের ঘরে স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ