Tuesday, November 18, 2025

ভারতে ২১ দিনের লকডাউনে করোনাভাইরাসের সংক্রমণ কতটা আটকানো গেল তার হিসেব পেতে এখনও সময় দিতে হবে। আক্রান্ত ও মৃত্যুর সার্বিক পরিসংখ্যান যাচাই করে আরও সপ্তাহ দুয়েক পর সেই চিত্র কিছুটা স্পষ্ট হবে। কিন্তু করোনা সংক্রমণের উপসংহারে পৌঁছতে দেরি হলেও দুটি হিসেব এখনই স্পষ্ট। তা হল, চলতি লকডাউনের ফলে অপরাধ ও দূষণ দুইয়ের গ্রাফই নিম্নমুখী।

লকডাউনের প্রথম সপ্তাহেই চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিং, খুন-খারাপি সবই উল্লেখযোগ্যভাবে কমেছে। দাগী অপরাধীরাও করোনার ভয়ে ঘরে সিঁধিয়েছে। এখন অপরাধ বলতে মূলত লকডাউন অমান্য করার প্রবণতা আর নিত্যপ্রয়োজনীয় জিনিসের বেআইনি মজুত ও কালোবাজারি। সারা ভারতেই প্রায় এরকমই চিত্র। কলকাতা পুলিশের হিসেব বলেছে, মার্চের শুরুতে সপ্তাহে যত অপরাধ হয়েছে, মার্চের শেষ সপ্তাহে লকডাউন চলাকালীন তা প্রায় ৫০ শতাংশ কম।

অন্যদিকে, এই সময় পরিবেশ দূষণও উল্লেখযোগ্যভাবে কমেছে। লকডাউন পরিবেশের সার্বিক উন্নতিতে বিরাট ইতিবাচক প্রভাব রেখেছে। কলকাতা সহ ভারতের সব মেট্রো সিটিতে বায়ুদূষণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। অত্যাবশ্যক পণ্য পরিবহন বাদে বিমান, রেল, সড়ক পরিবহন বন্ধ রয়েছে। অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা বন্ধ। খুব সীমিত ক্ষেত্র ছাড়া রাস্তাঘাটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। সমস্ত গণজমায়েত নিষিদ্ধ। ফলে বায়ুদূষণ একধাক্কায় কমে গিয়েছে। আগামী দুসপ্তাহে পরিবেশ আরও নির্মল হবে আশা করা যায়। গোটা বিশ্বেই করোনাজনিত কমবেশি লকডাউন চলছে। পরিবেশ ও জলবায়ুর উপর এর সুফল পড়তে বাধ্য।

 

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version