অভিনেতা অরুণ গোভিলকে মনে আছে? রামানন্দ সাগরের রামায়ণে রামের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন। লকডাউনের দৌলতে সেই রামায়ণের পুনঃসম্প্রচার শুরু হয়েছে। গৃহবন্দি অভিনেতা ঘরবন্দি থকার সুযোগটা হাতছাড়া করতে চাইছেন না । তাই নিজের অভিনয় করা রামায়ণ পরিবারের সদস্যদের সঙ্গে বসে দেখছেন , আর তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। এই ছবি সোমবার ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
১৯৮৭তে দূরদর্শনে প্রথম সম্প্রচারিত হয়েছিল রামায়ণ। সেই সময় রামায়ণ দেখতে টিভির সামনে ভিড় উপচে পড়তো।
গত সপ্তাহে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর ঘোষণা করেন ওই ধারাবাহিক পুনঃসম্প্রচারের কথা।শুরু হয় তা। সকাল ৯টা ও রাত ৯টায় চলছে রামায়ণের সম্প্রচার। ২৮ মার্চ থেকে দিনে দু’বার করে দেখানো হচ্ছে ওই জনপ্রিয় সিরিয়াল ।
লকডাউন: পরিবারের সদস্যদের সঙ্গে দূরদর্শনে রামায়ণ উপভোগ করছেন রাম !
Date:
Share post: