কোন্নগরে কর্মহীনদের পাশে দাঁড়ালেন সংগীতশিল্পী শুভায়ুন চক্রবর্তী

করোনাভাইরাস সতর্কতায় দেশ জুড়ে চলছে লকডাউন।কর্মহীন হয়ে পড়েছেন একাংশের মানুষ। এবার তাঁদের সাহায্য করতে এগিয়ে এলেন কোন্নগরের বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা সমাজসেবী শুভায়ুন চক্রবর্তী।

এর আগে রাজ্যে সরকার থেকে সংশ্লিষ্ট এলাকার ক্লাব এগিয়ে এসেছে। মঙ্গলবার, কোন্নগরে ১০০ টি পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, তেল, পেয়াঁজ, মাছ, মাংস তুলে দেন শুভায়ুন চক্রবর্তী। প্রথমে কোন্নগর ধর্মডাঙ্গা এলাকায় এই খাদ্য সামগ্রী বিলি করা হয়।

শুভায়ুন  বলেন, “সাধারণ মানুষের জন্য যখন কেউ মাছ, মাংস নিয়ে এগিয়ে আসেননি। আমরা যদি মাছ, মাংস খেতে পারি তাহলে এই গরিব মানুষগুলো কেন খেতে পারবেন না। তাই এই কথা ভেবে এগিয়ে এলাম।” শুধু আজকেই না। আগামী কয়েকদিন মানুষের পাশে থাকবেন বলে জানান তিনি। এলাকার বাসিন্দা জয়ন্ত চক্রবর্তী বলেন, “খুব ভালো উদ্যোগ। এই ভাবে মানুষের পাশে দাঁড়ানো দরকার।”

Previous articleলকডাউন: পরিবারের সদস্যদের সঙ্গে দূরদর্শনে রামায়ণ উপভোগ করছেন রাম !
Next articleলকডাউন পরিস্থিতি দেখতে এবার শহরের রাস্তায় খোদ নগরপাল