Tuesday, November 18, 2025

বই প্রকাশিত হলে লেখার রীতি আছে, প্রথম প্রকাশ: বইমেলা।
এই বইতে লেখা: প্রথম প্রকাশ- লকডাউন 2020।

লকডাউনের মধ্যে টাটকা ই-বই আনছেন সাংবাদিক কুণাল ঘোষ। নাম-” হাফ ডজন গপ্পো।” ছটি গল্পের সংকলন।
1/4/2020 বুধবার তার আনুষ্ঠানিক প্রকাশ।
ঘোষণা করেছেন কুণাল নিজেই তাঁর চমকে দেওয়া ফেস বুক পোস্টে।
বই এবং ই-প্রকাশক সংস্থা, দুটির বিস্তারিত বুধবারই জানাবেন তিনি।
লকডাউনের মধ্যেও যে রাতারাতি ই-বুক প্রকাশ করা যায়, সেই উদ্যোগটাই অভিনব।

কুণাল পোস্টে লিখেছেন-

লকডাউনে e-book ” হাফ ডজন গপ্পো”।
আপনাদের শুভেচ্ছা চাই।
প্রকাশ : 1 এপ্রিল 2020
কীভাবে আপনার মুঠোয় পাবেন, জানাবো বুধবার।

করোনাযুদ্ধে লকডাউন।
জরুরি পরিষেবায় কাজ। তাঁদের স্যালুট।
বাকিরা ঘরবন্দি। সেটাও এক লড়াই বটে!

এই সময়ে যদি হাতে পেতেন নতুন ebook?
যদি আপনার ফোন বা ল্যাপটপেই পেতেন নতুন স্বাদ?

এই ভাবনা থেকেই উদ্যোগ।
তৈরি হয়েছে নতুন ওয়েবসাইট, যা ইবুক প্রকাশ করবে এবং লাইব্রেরি হিসেবে কাজ করবে।
সাইটের বিস্তারিত 1/4/2020 দেব।

প্রথম বই আসছে ” হাফ ডজন গপ্পো”
আমার তেইশতম বই।
আমার প্রথম ছোটগল্প সংকলন।
প্রথম ইবুকও বটে।
একটি গল্প গতবছরের। বাকি পাঁচটি গত পাঁচ দিনে লেখা।

লকডাউনের মধ্যে একটা অন্যরকম চেষ্টা।
আমি কৃতজ্ঞ, বই অলংকরণ করেছে সৃঞ্জয় পাল।
আমি কৃতজ্ঞ, ওয়েবসাইট আর ইবুক তৈরি করেছে আজরা খান। ধন্যবাদ ওর স্বামী ফারুককেও।
ওয়েবসাইটের প্রস্তুতিতে সহযোগিতার ধন্যবাদ অধ্যাপিকা অনুরাধা ঘোষকে।

এই কটা দিনের মধ্যে এই কাজটা সহজ ছিল না।
এবং কারুর সঙ্গে কারুর দেখা হয় নি।
সবই ফোন, হোয়াটসঅ্যাপ, ইমেলে।

আশা করি টাটকা ইবুক ” হাফ ডজন গপ্পো” ভালো লাগবে।
আশা করি নতুন ওয়েবসাইটের মঞ্চে আরও বহু লেখকলেখিকার নতুন ইবুক আত্মপ্রকাশ করে পৌঁছে যাবে বিশ্বজুড়ে।

গল্পগুলো প্রাণঢেলে লিখেছি।
আপনার শুভেচ্ছা চাই।

বাকি বিস্তারিত 1/4/2020 বুধবার আনুষ্ঠানিক প্রকাশের সময় জানাবো।

অনুরোধ, আপনি পড়বেন।
আপনার পরিচিতদের পড়ার জন্য পাঠাবেন: লকডাউনপর্বেও তো নতুন উপহার দেওয়া যায়।

ঘরে থাকুন।
সুস্থ থাকুন।
নতুন ইবুক ” হাফ ডজন গপ্পো” পড়ুন।

 

Related articles

স্বর্ণব্যবসায়ী খুনে গ্রেফতার আরও ১: দোষীদের মোবাইলে বিডিও-যোগ

নিউটাউনের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে চতুর্থ গ্রেফতারি বিধাননগর গোয়েন্দা বিভাগের। কোচবিহার থেকে বিবেকানন্দ সরকার নামে এক যুবককে গ্রেফতার...

পরিষেবা ও কাজে খামতি কোথায়: পঞ্চায়েতের মূল্যায়নে এবার শুরু বৈঠক

রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের শেষ নেই। সাধারণ মানুষের কাছে স্থানীয় প্রশাসনের মাধ্যমেই পৌঁছে দিয়ে থাকে রাজ্যের প্রশাসন। তবে পঞ্চায়েতগুলি...

গোটা নির্বাচন প্রক্রিয়া নিয়েই সুপ্রিম কোর্টে যাওয়া উচিত: বিরোধীদের বার্তা পিকে-র

বিহারে কেউ দাবি করছেন ভোটার তালিকা। কারও অভিযোগ ভোটার সংখ্যা নিয়ে। আবার কোনও বিরোধী রাজনৈতিক দল এসআইআর (SIR)...

সুন্দরবন উন্নয়নে রাজ্যের ১২ দফতরের সমন্বয়: বিশ্বব্যাঙ্কের টাকায় ঢালাও প্রকল্প

একদিকে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ও তার জীববৈচিত্রকে রক্ষা করা। অন্যদিকে সুন্দরবনের দ্বীপে আশ্রয় পাওয়া জনবসতির সামগ্রিক ও...
Exit mobile version