আমরা কিন্তু অন্য রাজ্যের মতো মাইনে কমিয়ে দিইনি! মুখ্যমন্ত্রী

কেন্দ্রের অনেক টাকা। খরচ করতে পারে। কিন্তু আমরা গরিব রাজ্য। আমাদের বহু টাকা শোধ করে এই কাজ করতে চলেছে। আমরা একদম শেষ সীমায় এসে দাঁড়িয়েছি। যে যেরকম পারছেন সাহায্য করছেন। ৫০টাকা সাহায্য করেছেন কেউ কেউ, আবার ডাঃ সুকুমার মুখোপাধ্যায় দু’লক্ষ টাকা দিয়েছেন। এই ভাবেই আমরা এই পরিস্থিতিকে সামলাচ্ছি। মাথায় রাখবেন এত কঠিন পরিস্থিতির মধ্যেও কিন্তু আমরা অন্য রাজ্যের মতো কর্মীদের বেতন বন্ধ করিনি, সুদের হারও কমাইনি। আশা করছি আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এই লড়াইতে জিততে হবে। যুদ্ধকালীন প্রস্তুতিতে লড়তে হবে।