লকডাউনের মধ্যেই সুখবর!

যত কঠিন পরিস্থিতিই হোক না কেন, জীবন থেমে থাকে না। কালের নিয়মে এগিয়ে যায়। তা কঠিন পরিস্থিতিতে মৃত্যুর পাশাপাশি নতুন প্রাণের সঞ্চার হয়। রাজ্যের বিভিন্ন হাসপাতালে যখন আইসোলেশন হচ্ছে, সংক্রমণ নিয়ে সবাই তটস্থ, তখনই হুগলির শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে তিন সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি। গত রবিবার প্রসব যন্ত্রণা নিয়ে কোন্নগরের বাসিন্দা পূর্ণিমা পারভিন ভর্তি হয় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। সোমবার রাতে দুই কন্যা ও এক পুত্রের জন্ম দেন পরভিন। যদিও মঙ্গলবার কন্যা সন্তানকে চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দেওয়ার ঘটনা কিছুটা বিরল। এই কঠিন সময়ে তিন সন্তানের জন্মে খুশির হওয়া প্রসূতির পরিবারে।