মুখ্যমন্ত্রীর তহবিলে  ১ কোটি ১ লক্ষ দিলেন শঙ্কর

মুখ্যমন্ত্রীর বিশেষ করোনা ত্রাণ তহবিলে দক্ষিণ দিনাজপুরের তৃণমূল নেতা ও প্রাক্তন মন্ত্রী শঙ্কর চক্রবর্তী ব্যক্তিগতভাবে দিলেন এক লাখ টাকা। আর চেয়ারম্যান হিসেবে ম্যাকিনটাস সংস্থা থেকে দিলেন এক কোটি টাকা। চেক তিনি তুলে দেন জেলাশাসকের হাতে। বালুরঘাটের অবিসংবাদী নেতা শঙ্করবাবু তাঁর টিম নিয়ে বিপন্ন মানুষদের সহযোগিতাও করছেন। তাঁরা কোনো বৈষম্য করছেন না। বরং যেখানে সমস্যার কথা উঠছে, তাঁরা সাধ্যমত সমাধানের চেষ্টা করছেন।