আটকে থাকা ১০ বাঙালির জন্য তামিলনাড়ুতে আর্থিক সাহায্য পাঠালেন মানবিক মিমি

লকডাউনের আগে তামিলনাড়ুর মাদুরাইতে চিকিৎসা করাতে গিয়েছিলেন যাদবপুর এলাকার কিছু মানুষ। এবার সেখানে আটকে পরা ১০ বাঙালির জন্য সাহায্যের হাত বাড়ালেন যাদবপুরের সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী।

এঁদের মধ্যে আটকে থাকা ভাঙড়ের বাসিন্দা স্বপন সরদার সাহায্যের জন্য মিমি চক্রবর্তীর আপ্ত সহায়ক অর্নিবান ভট্টচার্য্যকে ফোন করেন। বিষয়টি যায় মিমির কানে। এরপরই কথা হয় মাদুরাই কর্পোরেশনের আধিকারিকদের সঙ্গে।

যাদবপুরের সংসদের অনুরোধে মাদুরাই কর্পোরশনের আধিকারিকরা স্থানীয় মীনাক্ষী মিশন হাসপাতালের লজে যান এবং সেখানে বাংলার আটকে থাকা দুর্গতদের সঙ্গে কথা বলেন।

এই প্রসঙ্গে মিমি জানিয়েছেন, “যে অসহায় মানুষেরা চিকিৎসা করাতে গিয়ে ওখানে আটকে আছেন তাঁদের খাওয়া পরার কোনও অভাব হবেনা। প্রয়োজনে যা টাকা পয়সা দরকার হবে আমরা সেটা এখান থেকে পাঠাবো। নিরাপদে বাড়ি না ফেরা পর্যন্ত আমরা ওঁদের পাশে আছি।”

দেখুন ভিডিও…