Monday, August 25, 2025

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

Date:

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও আদতে বাংলা বিরোধী বিজেপি স্বাধীনতা সংগ্রামে বাঙালির অবদানকে মুছে ফেলতে চায়, তার প্রমাণ স্বাধীনতা সংগ্রামীর (freedom fighter) পেনশন (pension) আটকে দেওয়া। বিজেপির বঙ্গ বিরোধিতার শিকার উত্তর ২৪ পরগনার স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র দাস।

দীর্ঘদিন পেনশন না পেয়ে আদালতের দ্বারস্থ বৃদ্ধ সতীশচন্দ্র দাস। মামলায় স্বাধীনতা সংগ্রামী পেনশনের বিষয়ে রাজ্য কি পদক্ষেপ করেছে, তা জানতে চেয়েছিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। শুক্রবার এই সংক্রান্ত মামলায় রাজ্যের তরফে এডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত জানান, ২০২১ সালে এই বিষয় কেন্দ্রকে তথ্য ও নথি পাঠানো হলেও সম্প্রতি কেন্দ্রে জানিয়েছে যে মামলাকারীদের পেনশনের (pension) আবেদন খারিজ করা হয়েছে। আইনজীবীর আরও দাবি, দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।

এজি এদিনের শুনানিতে জানান, যেহেতু মামলাকারী দাবি করেছেন তিনি খুলনা (Khulna) জেলে বন্দি ছিলেন, এক্ষত্রে সেই তথ্য সংগ্রহ করতে সমস্যা হচ্ছে। এনিয়ে দু’সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।

আরও পড়ুন: নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

শতবর্ষ পার করা সতীশচন্দ্র বর্তমানে অসুস্থ ও শয্যাশায়ী। কিন্তু পেনশন না মেলায় আদালতের দ্বারস্থ হন। তাঁর করা মামলায় ২০২০ সালে আদালত নির্দেশ দিয়েছিল, নথিপত্র যাচাই করে পেনশনের (pension) বিষয় পদক্ষেপ করতে হবে প্রশাসনকে। প্রয়োজনীয় নথিপত্র পাঠাতে হবে কেন্দ্রের কাছে এবং কি সিদ্ধান্ত নেওয়া হল, তা জানাতে হবে। কিন্তু অভিযোগ এপর্যন্ত সেই পেনশন চালু হয়নি। পাঁচ বছর পরেও আদালতের নির্দেশ পালন না হওয়ায় আদালত অবমাননার মামলা দায়ের করেন সতীশচন্দ্র।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version