Sunday, August 24, 2025

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয় সুপ্রিম কোর্টে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধাতালিকা প্রকাশে যে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) দিয়েছিল সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। আর এই রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই এবছরের জয়েন্টের ফল প্রকাশ করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB)। এত দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় নিজের খুশি ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।

জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সাফল্যকে তুলে ধরে মুখ্যমন্ত্রী লেখেন, আমি অত্যন্ত আনন্দিত যে মহামান্য সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায় বেরোনোর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এ বছরের জয়েন্ট এন্ট্রান্সের (Joint Entrance) ফলাফল প্রকাশ করতে পেরেছি। যে ক্ষিপ্রতার সঙ্গে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB) এই কাজটা করল আমি তার জন্য তাদের ধন্যবাদ জানাই। এবার আমাদের রাজ্যের ১ লক্ষেরও বেশি ছেলে-মেয়েরা আগামীদিনের ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট হবার লক্ষ্যে নিশ্চিন্তে এগিয়ে যেতে পারবে।

শুক্রবারের সুপ্রিম রায়ে জট খুলেছে কলেজে ভর্তিতেও। সেই বিষয়টি তুলে ধরে মুখ্যমন্ত্রী লেখেন, একইভাবে, মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের পরই বিভিন্ন কলেজে আন্ডার গ্র‍্যাজুয়েট (UG) কোর্স-এ ভর্তি হবার জন্য মেধা-তালিকাও কেন্দ্রীয় অ্যাডমিশান পোর্টালে আজ প্রকাশিত হয়েছে। এটাও অত্যন্ত আনন্দের।

আরও পড়ুন: বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

সেই সঙ্গে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও লেখেন, অন্যান্য সংশ্লিষ্ট বকেয়া বিষয়গুলিও অবিলম্বে মিটিয়ে নেওয়া হবে। আইনী কিছু জটিলতার কারণে, আমরা বাধ্য হয়েছি ফলপ্রকাশ করার জন্য অপেক্ষা করতে। এর জন্য আমি দু:খিত, কিন্তু এটা মোটেও আমাদের ইচ্ছাকৃত নয়। আমি কখনো চাই না কারো ক্ষতি হোক। আমি সবসময় চাই, সকলের ভালো হোক। দেরীতে ফলপ্রকাশের কারণে কারো যাতে ক্ষতি না হয় সেটাও আমরা দেখব।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version