করোনার সংক্রমণ রুখতে শহরাঞ্চলগুলিকে পরিষ্কার রাখার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। রাজ্যের সব পুর এলাকায় নিয়মিত সাফাই ও জীবাণুমুক্ত করার কাজ চালিয়ে যেতে পুরসভার চেয়ারম্যান ও পুর নিগমের মেয়রদের নির্দেশ দিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রত্যেক জেলার শহরাঞ্চলে সাফাই ও জীবাণুমুক্ত করার কাজ ঠিকভাবে চলছে কি না তা দেখার জন্য প্রতি জেলায় একজন করে যুগ্মসচিব পর্যায়ের আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেশ কয়েকটি পুরসভার চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানেই এই নির্দেশ দেন। সাফাই কর্মীদের জন্য পর্যাপ্ত সংখ্যায় মাস্ক ও গ্লাভস পাঠানোর নির্দেশ দেন ফিরহাদ হাকিম।
