অলঙ্কারের অহংকার সরিয়ে, সুরক্ষিত থাকুন: পরামর্শ বিশেষজ্ঞদের

লকডাউনে গৃহবন্দি। একঘেয়েমি কাটাতে বাড়িতে বেশ কিছু গয়না যদি পরে বসে থাকেন, তাহলে সাময়িক একটা আনন্দ হবে বটে, তবে সেটা ডেকে আনতে পারে বড় বিপদ। এমনকী রোজকার আঙুলে পরা আংটি, চুড়ি-বালা, গলার চেন-হার, নাকছাবি বা নথও করোনা সংক্রমণের মাধ্যম হয়ে উঠতে পারে। অন্তত এমনটাই বলছেন চিকিৎসকরা। তাঁদের পরামর্শ এই সময় এই ধরনের গয়না যথা সম্ভব এড়িয়ে চলুন। হাতে বেশি আংটি, তাবিজ, চুড়ি-বালা-চেনের মত অলংকার না থাকাই বাঞ্ছনীয়। নিতান্ত যেগুলো পরবেন, সেগুলিকেও বাইরে থেকে বাড়ি ফিরে ভালো ভাবে ধুয়ে, কড়া রোদে শুকিয়ে তারপরেই পরতে হবে। হাত ধোয়ার সময় আংটি, চেন এমনকী নাকছাবিও ভালো করে ধুয়ে নিতে হবে। ধুতে হবে কানের দুলও। স্যানিটাইজার দিয়ে মুনিয়া যেতে পারে ভালো করে।

বিশেষজ্ঞদের মতে, সোনা-রুপোর মতো ধাতুতে বেশিক্ষণ থাকতে পারে না করোনাভাইরাস। কিন্তু তাও অল্প সময়ের মধ্যেই সংক্রমণ ঘটাতে পারে মানবদেহে। সুতরাং যতদিন এই পরিস্থিতি চলছে ততদিন আলঙ্কারিক সৌন্দর্য নাই বা থাকল, সুস্থ ও নিরাপদ থাকাই এই পরিস্থিতিতে সবচেয়ে জরুরি।

Previous articleহোম কোয়ারেন্টাইনে পারিবারিক বচসা, প্রাণ গেল বধূর
Next articleপুর এলাকায় নিয়মিত সাফাই ও জীবাণুমুক্ত করার নির্দেশ ফিরহাদের