করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সঙ্গীতশিল্পী নির্মল সিংয়ের, আইসোলেশনে গোটা পরিবার

প্রয়াত সঙ্গীত শিল্পী নির্মল সিং। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আজ, বৃহস্পতিবার ভোর ৪.৩০ মিনিটে অমৃতসরে তাঁর জীবনাবসান হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। এই শিখ ধর্মীয় সঙ্গীতশিল্পী পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন।

৩০ মার্চ খুব সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। সম্প্রতি বিদেশ থেকে ঘুরে দেশে ফেরার পর শ্বাসকষ্ট শুরু হয় নির্মল সিংয়ের। পরিবার সূত্রে এমনটাই জানা গিয়েছে।

বিদেশ থেকে ফেরার পর দিল্লি, চণ্ডীগড় এবং অন্যান্য জায়গায় বড় জমায়েতে অংশ নিয়েছিলেন বলে জানা যাচ্ছে। ১৯ মার্চে চণ্ডীগড়ের বাড়িতে তিনি ও তাঁর পরিবার এবং আত্মীয়স্বজনেরা কীর্তনের আসরও বসিয়েছিলেন। নির্মল সিংয়ের দুই কন্যা, পুত্র, স্ত্রী, চালক এবং আরও ৬ জনকে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।

স্বর্ণমন্দিরে প্রাক্তন ‘‌হাজুরি রাগি’‌ হিসাবে বিখ্যাত ছিলেন নির্মল সিং। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশের সঙ্গীত মহলে।

Previous articleকরোনায় আক্রান্ত কাজল-নাইসা! কী বললেন অজয় দেবগন?
Next articleরাজ্যে করোনার সঙ্গে লড়ে সুস্থ ৩, আক্রান্ত ৩৭