Monday, May 5, 2025

নিজামুদ্দিনে ধর্মীয় জমায়েত ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সারাদেশে। সংগঠন প্রধান মৌলানা সাদ সহ সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। এরইমধ্যে ভিডিওবার্তায় সংগঠনের প্রধান জানান, কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।

সংগঠনের প্রধান ৫৬ বছর বয়সী মৌলানা সাদ কান্ধালভি করোনা আক্রান্ত বলে প্রাথমিক অনুমান পুলিশের। নিজের ইউটিউব চ্যানেলে তিনি দুটো ভিডিও আপলোড করেছে। একটি ভিডিওতে তিনি জানিয়েছেন, “মসজিদ মৃত্যুর জন্য সব থেকে পবিত্র জায়গা। করোনাভাইরাস আমার অনুগামীদের কোন ক্ষতি করতে পারবে না।” আরেকটি ভিডিও বার্তায় তিনি বলেন, এখন যা চলছে তা আসলে মানুষের পাপের ফল এই অবস্থায় আমাদের ঘরে থাকতে হবে ডাক্তার এবং প্রশাসনের কথা শুনুন। আমাদের সদস্যরা যেখানে আছেন সেখান থেকেই প্রশাসনের নির্দেশ পালন করুন। ডাক্তারের পরামর্শে কোয়ারেন্টাইন আছি। আপনারাও তাই থাকুন। এই কাজ ইসলাম বা শরিয়তের বিরুদ্ধে নয়।”

গত শনিবার থেকেই নিখোঁজ রয়েছেন মৌলানা সাদ। নিজামুদ্দিনের ঘটনা সামনে আসতেই মৌলানা সাদ সহ সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। সেই তালিকায় নাম রয়েছে জিশান, মুফতি শেহজাদ, এম সফি, ইউনুস, মহম্মদ সলমন, এবং মহম্মদ আশরাফের। তাঁদের বিরুদ্ধে মহামারি সংক্রান্ত আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশ কমিশনার এসএন শ্রীবাস্তব।

প্রসঙ্গত, করোনাভাইরাস রুখতে আরও বেশি করে জামায়াত করার ‘ আহ্বান ‘ জানিয়েছিলেন মৌলানা সাদ। তিনি বলেন, ” আমার সঙ্গে ৭০ হাজার পরী আছে। তাঁরা আমাকে বাঁচাবে না তো কে বাঁচাবে। তাই আরও বেশি জমায়েত করুন। একে অন্যের থেকে দূরে যাবেন না।”

Related articles

চেনা মেজাজে মুখ্যমন্ত্রী, বহরমপুরে আচমকা ঢুকলেন প্রতিমাশিল্পীর বাড়ি

জনসংযোগ জননেত্রীর। বালিগঞ্জ হোক কিংবা বহরমপুর মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গাতেই মিশে যান মানুষের ভিড়ে। মানুষের ঘরে। হ্যাঁ, ঘরে।...

পিএফ বঞ্চনার প্রতিবাদ! চা-বাগান মালিকদের বিরুদ্ধে বড় লড়াইয়ের ডাক আইএনটিটিইউসির

চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পিএফ অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নিলেন...

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...

সিনেমায় কোপ! ট্রাম্পের নতুন ঘোষণায় চিন্তায় ভারতের প্রযোজকরা

ট্রাম্পের শুল্কের বন্যায় অস্থির বিশ্ব। চিনের উপর আবার অতিরিক্ত শুল্ক। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন মার্কিন...
Exit mobile version