Saturday, January 10, 2026

ফেসবুকে করোনা নিয়ে ভুল তথ্য পোস্ট করায় গ্রেফতার বর্ধমানের শিক্ষক

Date:

Share post:

সোশ্যাল-মিডিয়ায় করোনাভাইরাস সংক্রান্ত কোনও পোস্ট করার আগে সতর্ক হওয়ার সময় এসেছে৷ করোনা-আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছে ভুল তথ্য আর গুজব৷ এই গুজব ঠেকাতে এবার সক্রিয় হয়েছে পুলিশ৷

সোশ্যাল মিডিয়ায় করোনা নিয়ে ভুল তথ্য পোস্ট করে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে বর্ধমানে গ্রেফতার করা হয়েছে এক শিক্ষিককে৷

রাজ্যের প্রশাসনিক নির্দেশে জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখা এখন ২৪ ঘন্টা সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালাচ্ছে। তারই জেরে এই গ্রেফতার। জেলা পুলিশের বক্তব্য, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। করোনা সংক্রমণ ঠেকাতে সরকার চেষ্টা চালাচ্ছে। বলা হচ্ছে, গুজবে কান না দিয়ে নাগরিকদের সরকার ও স্বাস্থ্য দফতরের বিধি নিষেধ মেনে চলা উচিত।

ধৃত ব্যক্তির বাড়ি বর্ধমান শহরের কাঞ্চননগর এলাকায়। ওই ব্যক্তির নাম অবনীতোষ সরকার। তিনি পেশায় শিক্ষক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, করোনা ভাইরাস সম্পর্কে চিনের ইউহান এলাকার এক নাগরিকের দাবি বলে একটি বক্তব্য ফেসবুকে পোস্ট করেন ওই শিক্ষক। সেখানে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হলে ডাক্তারের পরামর্শ না নিলেও চলবে। তার বদলে দিনে ৩-৪ গরম জল,গরম চা বা গরম দুধ নিয়ম করে খেলে কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবেন করোনা আক্রান্ত ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দ্রুত ভাইরাল হয়৷ এর পরই নড়েচড়ে বসে পুলিশ। ওই ব্যক্তির ঠিকানা জেনে সেখানে পৌঁছে যায় পুলিশ। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে তাকে আটক করা হয়। বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর বিপর্যয় মোকাবিলা আইন-২০০৫ অনুসারে করোনা নিয়ে ভুয়ো পোষ্ট ও মন্তব্য করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি করোনা সম্পর্কে যে কোনো ধরণের বিষয় সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই নির্দেশকে লঙ্ঘন করে অবনীতোষ সরকার এই পোষ্ট করেন। তারই জেরে এই গ্রেফতার। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

spot_img

Related articles

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১০ জানুয়ারি (শনিবার) ২০২৬ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১৩৭৬০ ₹ ১৩৭৬০০ ₹ খুচরো পাকা সোনা ১৩৮২৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১০ জানুয়ারি (শনিবার), ২০২৬ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...