Tuesday, August 26, 2025

ফেসবুকে করোনা নিয়ে ভুল তথ্য পোস্ট করায় গ্রেফতার বর্ধমানের শিক্ষক

Date:

Share post:

সোশ্যাল-মিডিয়ায় করোনাভাইরাস সংক্রান্ত কোনও পোস্ট করার আগে সতর্ক হওয়ার সময় এসেছে৷ করোনা-আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছে ভুল তথ্য আর গুজব৷ এই গুজব ঠেকাতে এবার সক্রিয় হয়েছে পুলিশ৷

সোশ্যাল মিডিয়ায় করোনা নিয়ে ভুল তথ্য পোস্ট করে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে বর্ধমানে গ্রেফতার করা হয়েছে এক শিক্ষিককে৷

রাজ্যের প্রশাসনিক নির্দেশে জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখা এখন ২৪ ঘন্টা সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালাচ্ছে। তারই জেরে এই গ্রেফতার। জেলা পুলিশের বক্তব্য, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। করোনা সংক্রমণ ঠেকাতে সরকার চেষ্টা চালাচ্ছে। বলা হচ্ছে, গুজবে কান না দিয়ে নাগরিকদের সরকার ও স্বাস্থ্য দফতরের বিধি নিষেধ মেনে চলা উচিত।

ধৃত ব্যক্তির বাড়ি বর্ধমান শহরের কাঞ্চননগর এলাকায়। ওই ব্যক্তির নাম অবনীতোষ সরকার। তিনি পেশায় শিক্ষক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, করোনা ভাইরাস সম্পর্কে চিনের ইউহান এলাকার এক নাগরিকের দাবি বলে একটি বক্তব্য ফেসবুকে পোস্ট করেন ওই শিক্ষক। সেখানে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হলে ডাক্তারের পরামর্শ না নিলেও চলবে। তার বদলে দিনে ৩-৪ গরম জল,গরম চা বা গরম দুধ নিয়ম করে খেলে কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবেন করোনা আক্রান্ত ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দ্রুত ভাইরাল হয়৷ এর পরই নড়েচড়ে বসে পুলিশ। ওই ব্যক্তির ঠিকানা জেনে সেখানে পৌঁছে যায় পুলিশ। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে তাকে আটক করা হয়। বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর বিপর্যয় মোকাবিলা আইন-২০০৫ অনুসারে করোনা নিয়ে ভুয়ো পোষ্ট ও মন্তব্য করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি করোনা সম্পর্কে যে কোনো ধরণের বিষয় সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই নির্দেশকে লঙ্ঘন করে অবনীতোষ সরকার এই পোষ্ট করেন। তারই জেরে এই গ্রেফতার। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

spot_img

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...