করোনায় আক্রান্ত এবার ইজরায়েলের স্বাস্থ্যমন্ত্রী। তিনি আপাতত হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন। অন্যদিকে সিঙ্গাপুরে মাসাধিক লকডাউন। ৭ এপ্রিল থেকে টানা এক মাস। অন্যদিকে পৃথিবীতে করোনায় মৃতের সংখ্যা ৫০হাজার ছাড়াল। এক সপ্তাহ আগে সংখ্যাটা ১০হাজারের নিচে ছিল। ইতালি শীর্ষে, প্রায় ১৪ হাজার। রোজ লাফিয়ে বাড়ছে। বিশ্বে আক্রান্ত ১০লক্ষর বেশি।
