Thursday, August 28, 2025

করোনা আক্রান্ত রোগীরা থাকছেন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। সারাদিনের সঙ্গী বলতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। কেমন সেই অভিজ্ঞতা তা নিজেই জানালেন করোনার সঙ্গে লড়াইয়ে জয়ী তরুণী।

এডিনবরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মনামী বিশ্বাস। জ্বর হওয়ায় বিমানবন্দর থেকে সোজা পৌঁছে যান বেলেঘাটা আইডিতে। ১৪ দিন চিকিৎসার পর বাড়ি ফেরেন তিনি। হাসপাতালের অভিজ্ঞতার কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তরুণী।

মনামী জানান, সম্পূর্ণ কাঁচের ঘর। চিকিৎসার যাবতীয় যন্ত্রপাতি সেখানে রাখা। সব সময় মাস্ক পরতে হত বলে জানিয়েছেন তরুণী। মনামী বলেন, “একা ঘরে টানা ১৪ দিন থাকার কথা নয়। ওই সময়টাতে চিকিৎসকরা উৎসাহ দিতেন। লড়াইয়ে পাশে পেয়েছি পরিবারকেও। ”

তিনি জানান, ” ১৭ মার্চ আমি ইউকে দূতাবাসকে ফোন করলেও, কেউ ধরেনি। কোন কোন উপসর্গ দেখে বোঝা যায় করোনা আক্রান্ত হয়েছেন কিনা তা নিয়ে এখনও দ্বন্দ্ব রয়েছে। ” জ্বর বা কাশির মতো কোনও উপসর্গ থাকলেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি বলেন, “অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই। বাড়িতে থাকুন। সময় সময় হাত ধুয়ে নিন। এই মুহূর্তে সরকার এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলার কথা বলেছেন তরুণী।”
পাশাপাশি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ জানিয়েছেন মনামী।

Related articles

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...
Exit mobile version