ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলাই মূল লক্ষ্য ডায়মন্ডের(Diamond Harbour Fc)। সেই লক্ষ্যে শক্তিশালী দল গঠন করেছে ময়দানের নতুন শক্তি। ভিসা সমস্যার জন্য ভারতে আসতে দেরী হয়েছিল তাদের দুই বিদেশি ব্রাইট(Bright Enobakhare) এবং সানডে-র। অবশেষে দুই বিদেশি দলের সঙ্গে যোগ দিয়েছেন।
কয়েক দিন অনুশীলনের পর অবশেষে বৃহস্পতিবার সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ডায়মন্ড হারবার এফসির দুই বিদেশি ফুটবলার। এরমধ্যে ব্রাইট(Bright Enobakhare) আগেও ইস্টবেঙ্গলে খেলেছেন। কিন্তু ভারতে এর আগে অভিজ্ঞতা ভালো ছিল না ব্রাইটের। কিন্ত ডায়মন্ডের জার্সিতে উজ্জ্বল পারফরম্যান্স করতে চান ব্রাইট।
বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্রাইট বলেন, ইস্টবেঙ্গলের প্রতি আমি কৃতজ্ঞ, আমাকে ভারতে প্রতিষ্ঠা দেওয়ার জন্য। অতীত ভুলে আমি সামনে তাকাতে চাই। ডায়মন্ড হারবার এফসির জার্সিতে ভালো খেলাই লক্ষ্য।
ডুরান্ড কাপের পর সুপার কাপেও খেলার সম্ভবনা আছে ডায়মন্ড হারবারের। আগামী সেপ্টেম্বরে হতে পারে সুপার কাপ। সেই লক্ষ্যে দলের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। দলের অন্য বিদেশি ফুটবলার সানডে প্রথমবার ভারতে খেলতে এসেছেন। কলকাতার ক্লাবে খেলা মানেই একটা আলাদা চাপ। সেটা ভালোই জানেন সানডে। নিজেকে ভারতীয় ফুটবলে প্রতিষ্ঠা করতে মরিয়া সামডে।
আই লিগ টু-তে চ্যাম্পিয়ন হয়ে আই লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার। কিবু ভিকুনার দল কিন্ত ভারতীয় ফুটবল মানচিত্র ক্রমশ নিজেদের জায়গা করে নিচ্ছে।
–
–
–
–
–
–