Sunday, November 16, 2025

করোনা-যুদ্ধ বাধা পেয়েছে পরিযায়ী শ্রমিক-জমায়েত ও তবলিগি’র ঘটনায়: রাষ্ট্রপতি

Date:

পরিযায়ী শ্রমিকদের জমায়েত ও নিজামুদ্দিনে তবলিগি জামাতের ধর্মীয় অনুষ্ঠান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই দুই ঘটনায় করোনার বিরুদ্ধে দেশের লড়াই ধাক্কা খেয়েছে বলে শুক্রবার মন্তব্য করেছেন রাষ্ট্রপতি। এদিন রাজ্যপাল ও উপ-রাজ্যপালদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি।

করোনা পরিস্থিতিতে ওই দুই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন কোবিন্দ। উল্লেখ্য, নিজামুদ্দিনে ধর্মীয় জমায়েত থেকে অনেকে করোনা আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার বিষয়টিও চিন্তা বাড়িয়েছে সরকারের। রাষ্ট্রপতি ভবনের এক বিবৃতিতে জানানো হয়েছে, অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই কোনওভাবেই লঘু করে দেখা সম্ভব নয়৷ একইসঙ্গে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশের উপর হামলার ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি।
লকডাউন পরিস্থিতিতে দেশের কেউ যাতে অভুক্ত না থাকেন, সে বিষয়ে জোর দিয়েছেন রাষ্ট্রপতি।
এই পরিস্থিতিতে খাদ্যসামগ্রী ও অন্যান্য অত্যাবশকীয় পণ্য যাতে দুঃস্থদের কাছে পর্যাপ্ত পরিমাণে থাকে, সে বিষয়ে জোর দেওয়ার কথা বলেছেন রাষ্ট্রপতি। করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে কোনওরকম আপস করা হবে না বলেও রাষ্ট্রপতি বার্তা দিয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, করোনা আবহে রবিবার রাত ৯টায় ৯ মিনিট বিদ্যুৎ বন্ধ করে মোমবাতি, টর্চ জ্বালানোর যে কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী, সেই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version